সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
হাইকমিশনের বিবৃতি

শান্তিপূর্ণ নির্বাচন চায় কানাডা

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন থেকে গতকাল দেওয়া এক বিবৃতিতে হাইকমিশনার বেনো প্রিফনটেইন জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে চায় কানাডা। গণতান্ত্রিক অধিকার চর্চা এবং অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে দেশটি।

বেনো প্রিফনটাইন বলেছেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কানাডা সব ভোটারের পূর্ণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে। তিনি আরও বলেন, শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠীর রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে।

সর্বশেষ খবর