বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধানের শীষের প্রার্থীরা গণসংযোগের বদলে হাসপাতালে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

ধানের শীষের প্রার্থীরা আওয়ামী লীগের অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বাচনী সমতল মাঠের ভিতর দিয়ে এখন রক্তনদী বয়ে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সরকারি সন্ত্রাসের থাবা ততই বীভৎসরূপে জনগণের ওপর ধেয়ে আসছে। বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে ধানের শীষের যারা প্রার্থী হয়েছেন তাদের অনেকেই আজ আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত। ধানের শীষের প্রার্থীরা গণসংযোগের বদলে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় নিজ সংসদীয় এলাকা ঢাকা-৩-এর চুনকুটিয়া কদমতলায় গণসংযোগকালে পুলিশের উপস্থিতিতে অতর্কিতে আওয়ামী ক্যাডাররা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় আঘাত করে। আঘাতে তার মাথা থেকে রক্তক্ষরণ হতে থাকে। তার সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতা-কর্মীও হামলায় গুরুতর আহত হন। উপস্থিত নেতা-কর্মীরা দ্রুত তাকে বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতা-কর্মী এখন সেখানে চিকিৎসাধীন।’

রিজভী আহমেদ বলেন, আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের নাগরিকদের সব আশা বিলীন করার জন্যই আজ অবৈধ শাসকগোষ্ঠী রক্ততৃষ্ণায় ছুটে বেড়াচ্ছে। একতরফা নির্বাচন করার জন্য ভোটারদের নিরাপত্তাহীন করা হচ্ছে। সহিংসতার ছোবলে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের রক্তাক্ত করা হচ্ছে। যাদের ওপর জনগণের নিরাপত্তা ন্যস্ত তারাই এখন আগ্রাসী সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর সন্ত্রাসীদের হামলা ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর