শিরোনাম
মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

যে আইন কেউ মানে না তা বন্ধ করতে হবে

-স্থপতি মোবাশ্বের হোসেন

যে আইন কেউ মানে না তা বন্ধ করতে হবে

স্থপতি মোবাশ্বের হোসেন বলেছেন, বছরের শুরুর দিনে প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ রাজধানীর সব সিগন্যাল বাতি, জেব্রা ক্রসিংগুলো উঠিয়ে দিন। যে রাজধানীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পুলিশপ্রধান থাকেন সেই শহরে কেউ সিগন্যাল মানে না। জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি দাঁড়িয়ে থাকে। পুলিশ কিছুই বলে না। তারা লাল বাতি জ্বললে গাড়ি যেতে বলেন, সবুজ বাতি জ্বললে দাঁড়াতে বলেন। এই আইন ভঙ্গ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখছে। তারা শিখছে রাষ্ট্রের আইন মানার দরকার নেই। ভঙ্গ করতে হবে। এই যদি রাজধানীর অবস্থা হয় তাহলে সারা দেশের পরিস্থিতি কী আমরা বুঝতে পারি। তিনি বলেন, যত দিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা মানানোর জন্য দক্ষ পুলিশ তৈরি না করতে পারব তত দিন এগুলো বন্ধ করে দেওয়া হোক। তাতে অন্তত প্রতিদিন হাজার হাজার আইন ভঙ্গ করা থেকে আমরা রক্ষা পাব।

বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে স্থপতি মোবাশ্বের বলেন, প্রধানমন্ত্রী ইশতেহার ঘোষণার সময় বলেছেন, আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। প্রধানমন্ত্রী জানেন না ভুলগুলো কী। অতীতের চেয়ে সরকারকে অনেক বেশি সজাগ হতে হবে। ভুলগুলো খুঁজে বের করতে হবে। বলা যায় এখন কোনো বিরোধী দল নেই জাতীয় সংসদে। জনগণই এখন বিরোধী দল। সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য জনগণকে সুযোগ দিতে হবে অবারিতভাবে। প্রধানমন্ত্রী একটি সেল গঠন করতে পারেন, যেখানে সবাই তাদের বক্তব্য ও সমস্যা নিয়ে অভিযোগ করতে পারেন। নাগরিকরা যেন বুঝতে পারে সরকারপ্রধানের কাছে যাওয়া যায়। তার কাছে অভিযোগ দিলে সেটা সমাধান হয়। নাগরিকদের সঙ্গে দূরত্ব তৈরি করে কোনো ভালো কাজ করা যায় না। তাই বিরোধী দলের ভূমিকায় জনগণকে নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর