শিরোনাম
মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গত ১০ বছরের সমান উন্নয়ন সম্ভব আগামী পাঁচ বছরে

-জামাল উদ্দিন আহমেদ

গত ১০ বছরের সমান উন্নয়ন সম্ভব আগামী পাঁচ বছরে

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের এত বড় ম্যান্ডেট পাওয়ার মূল কারণ কেউ চায়নি বর্তমান উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক। এমন একটি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার পর মূল কাজ হওয়া উচিত সুশাসনের জন্য কাজ করা। বর্তমান সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় ১০ বছরের সমান উন্নয়ন করা সম্ভব আগামী ৫ বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনীতি ও অর্থনীতি এক জায়গায় নিয়ে এসেছেন। বড় ধরনের জয় তারই প্রমাণ করে। যে সুযোগ এসেছে, আগামীতে সরকারের মূল কাজ হলো ডিজিটালাইজেশন ব্যবস্থাকে কার্যকর করে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়নে রিভিউ কমিটি করা। প্রকল্প বাস্তবায়নে যে মন্ত্রণালয় দক্ষতার পরিচয় দেবে না তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জামাল উদ্দিন আহমেদ বলেন, সরকারের গুণগত মানের উন্নয়ন নিশ্চিত করতে স্বনির্ভর অর্থনীতি গড়তে ব্যাপক আকারে ভূমিকা নিতে হবে। একটি দক্ষ সরকার গঠনের জন্য মানুষের আয় বৈষম্য দূরীকরণের প্রধান ভূমিকা নিতে হবে। আগামী দুই/এক বছরের মধ্যে আমরা দেখব ঢাকা-চট্টগ্রাম সড়কে কোনো ধরনের জ্যাম থাকবে না। পদ্মা সেতু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কগুলোর সর্বোচ্চ ব্যবহার হবে। সরকারের এই বড় ধরনের অবকাঠামো কাজগুলো শেষ পর্যায়ে। তিনি বলেন, আগামীতে সরকারকে রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ব্যাংক, স্টক মার্কেটসহ সব আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় ও জনগণকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে শুধু সুবিধা নিলে হবে না, সংসদীয় স্থায়ী কমিটির কর্মকা- কার্যকর ও তাদের সুপারিশগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ খবর