মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজ পল্লীকবির জন্মদিন

প্রতিদিন ডেস্ক

আজ পল্লীকবির জন্মদিন

পল্লীকবি জসীমউদ্দীনের জন্মদিন আজ। ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তার জন্ম। কবিতায় গ্রামীণ জীবন ও পরিবেশ-প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য জসীমউদ্দীন বিশেষভাবে পরিচিত। এই সুখ্যাতি তাকে পল্লীকবি উপাধি এনে দেয়। তার লেখা ‘কবর’ কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। নকশীকাঁথার মাঠ কাব্যগ্রন্থকে তার শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম হিসেবে বিবেচনা করা হয়। এটি পৃথিবীর অনেক ভাষায় এটি অনূদিত হয়েছে। এ ছাড়াও জসীমউদ্দীন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক গান রচনা করেছেন। ১৯৭৬ সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর