মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নির্বাচনী ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বিকালে খুলনায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। খুলনায় ছয়টি আসনে দলের নির্বাচন সমন্বয়কারী ডা. মোক্তার হুসাইন বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয়। এবারের নির্বাচনে পোস্টারিং, মাইকিং ও গণসংযোগ করার সুযোগ ছিল না। বিভিন্ন স্থানে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচার মাইক ভেঙে দেওয়া হয়েছে। আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে অনেককে আহত করা হয়েছে। বিনা ওয়ারেন্টে অনেককে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সর্বশেষ নির্বাচনের দিন আমাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, অনেক কেন্দ্রে ঢুকলেও পরে তাদের বের করে দেওয়া হয়, ভোটারদের জোরপূর্বক প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতারা বলেন, এ অবস্থায় খুলনার ছয়টি আসনে ঘোষিত নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করা হলো। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ আবদুল আউয়াল, মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর