শিরোনাম
বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফলাফলে সন্তুষ্ট নয় জাপা : রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় পার্টি (জাপা) সন্তুষ্ট নয় উল্লেখ করে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাপার আরও বেশি আসনে জয়ী হওয়ার কথা ছিল। গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মসিউর রহমান রাঙ্গা  বলেন, ‘আগামীকাল (আজ) বনানীতে নবনির্বাচিত সংসদ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে অনুষ্ঠেয় যৌথসভায় সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে, নাকি বিরোধী দলে থাকবে। এরপর মহাজোটের সঙ্গেও আলোচনা হবে এ বিষয়ে।’ জাপা মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি এখন দ্বিতীয় বৃহত্তম ও শক্তিশালী দল। আগামী দিনে জাতীয় পার্টিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করব আমরা। দলকে আরও সংগঠিত করাই হবে এখন পার্টির প্রধান কাজ। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’ রাঙ্গা বলেন, ‘আমাদের ৩০টি আসন দেওয়া হয়েছিল। সেখান থেকে ২৪টি করা হয়েছে।

এখানে আমরা ২২টিতে ফল পেয়েছি। নির্বাচনে আমাদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। অনেক জায়গায় এজেন্টও থাকতে দেওয়া হয়নি। তবু বলব, নির্বাচন সুষ্ঠু হয়েছে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারব সমস্যা নাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে এবং দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব আমরা বিরোধী দলে যাব কি না। রাজনীতিতে যে আমাদের ভুলত্রুটি হয়নি তা বলার সুযোগ নেই।’ জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘এখন আমাদের নারী এমপি হিসেবে বঞ্চিতদের জন্য কিছু করা যায় কি না সে চেষ্টা করব।’ পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রওশন আরা মান্নান, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জহিরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, প্রচার সম্পাদক খোরশেদ আরা খুশু, শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, ডা. সেলিমা খান, রমজান আলী ভূঁইয়া, শেখ শান্ত প্রমুখ।

সর্বশেষ খবর