বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চট্টগ্রামে নির্বাচনী প্রভাব

দুই দিনে ট্রেন যাত্রী কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাংলাদেশ রেলওয়েতে এবার কোনো ধরনের নাশকতা না হলেও ভোট ও যান চলাচল বন্ধ থাকায় গত দুদিনে কমেছে আন্তঃনগরসহ সব ট্রেনের যাত্রী। বিশেষ করে ভোটের দিন আন্তঃনগর ট্রেন যাত্রী কম ছিল ৫০ শতাংশই। পূর্বাঞ্চলসহ প্রতিদিন প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হয় সর্বনিম্ন ৩টি। এ দুদিনে যাত্রী চাহিদা না থাকায় কোনো ধরনের অতিরিক্ত কোচ লাগানো হয়নি। বরং নিয়মিত চলাচলের অধিকাংশ কোচের সিট খালি যাওয়ায় রেলের রাজস্ব বঞ্চিত হয়েছে অনেক। জানা গেছে, এর আগের দফায় বিএনপি-জামায়াতের ডাকা হরতালসহ নানা আন্দোলন ইস্যুতে ট্রেন চলাচলসহ বিভিন্ন স্টেশনে নাশকতা সৃষ্টি করেছিল। দীর্ঘ আন্দোলনের সময় ট্রেনে জ্বালাও-পোড়াওয়ের মতো ঘটনাও ঘটেছিল। বন্ধ ছিল সারা দেশে ট্রেন চলাচলও। তাছাড়াও নির্বাচনের আগে ও পরে ট্রেনই ছিল নাশকতার মূল টার্গেট। চট্টগ্রামের সীতাকুন্ড, ঢাকায় ট্রেন জ্বালিয়ে দেওয়া, রেললাইন উপড়ে ফেলাসহ ব্যাপক ঘটনা ঘটেছিল। তবে তার ব্যতিক্রম ঘটেছে এবারের জাতীয় নির্বাচনের সময়। কোনো ধরনের নাশকতা ও সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ছিল রেলওয়ে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতায় বিশেষ তদারকিও। পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান বলেন, নির্বাচনের সময় দুদিনে ট্রেন যাত্রী কম হলেও গত সোমবার থেকে আবারও যাত্রী বেড়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত কোচও। তবে সুষ্ঠু ও সুন্দরভাবে যাত্রীদের ট্রেন ভ্রমণের সব সময় প্রস্তুত আছেন রেলওয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। তাছাড়া রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে যাত্রী চাহিদা মোতাবেক প্রতিটি ট্রেনে প্রয়োজনীয় কোচ সরবরাহ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর