শিরোনাম
বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণ সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

নারী ধর্ষণ ও সহিংসতায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল সংগঠনের সিনিয়র নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, নোয়াখালীর সুবর্ণচরে ৩৫ বছরের এক নারীকে নির্বাচনের পরের দিন সরকার দলের ১০-১২ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। তাছাড়া দেশের বেশ কিছু জায়গায় ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ সহিংসতার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের এখনো গ্রেফতার না করা সমাজ ও রাষ্ট্রের জন্য কলঙ্কজনক।

নেতৃদ্বয় বলেন, এসব অপকর্মে জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এসব অপকর্ম দেশের জন্য অমঙ্গল ডেকে আনবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর