সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জারদারির সম্পদ জব্দ করার সুপারিশ

প্রতিদিন ডেস্ক

ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২২০ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে যৌথ তদন্তদল (জেআইটি) পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সব সম্পত্তি জব্দ করার সুপারিশ করেছে। গত শনিবার জেআইটি করাচি লাহোরে বিখ্যাত বিলাওয়াল হাউস এবং ইসলামাবাদের জারদারি হাউসসহ যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুপারিশ সুপ্রিম কোর্টে জমা দিয়েছে।

 জিইও নিউজ এ তথ্য জানিয়েছে।

জিইও নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অর্থ পাচারের অভিযোগে জারদারিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেআইটি জারদারি ও তার বোন ফারয়াল তালপুর এবং জারদারি গ্রুপের আওতায় থাকা সব কৃষি জমিও জব্দ করার সুপারিশ করেছে। তবে আসিফ আলি জারদারি ও তার বোন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তারা অভিযোগ করেছেন জেআইটির প্রতিবেদন কাল্পনিক এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।

 

সর্বশেষ খবর