মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিটিসিএলে ৪ হাজার চাকরি স্থায়ীকরণে ঘুষের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিটিসিএলে প্রায় চার হাজার ওয়ার্ক-চার্জড ও মাস্টার  রোল কর্মচারীর চাকরি নিয়মিতকরণের প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। সহকারী পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত ও উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামের  নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেয়।

দুদক জানায়, অভিযানকালে দুদক টিম বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ ও  কোম্পানির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। উক্ত নিয়োগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে টিম জানতে পারে, মোট ২৭৭৬ জন ওয়ার্ক-চার্জড কর্মচারী এবং ১৫৮৫ জন মাস্টার রোল কর্মচারীর চাকরি নিয়মিতকরণের প্রক্রিয়া চলছে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনোরূপ অবৈধ লেনদেন যাতে না ঘটে সে জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য দুদকের এনফোর্সমেন্ট দল বিটিসিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। গতকালের এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন)  মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারি দফতরে ঘুষ দুর্নীতির প্রবণতা বন্ধে দুদকের এনফোর্সমেন্ট টিম নজরদারি করছে। দুর্নীতির প্রমাণ পেলে দুদক তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর