বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
শিশু রাইফার মৃত্যু

দুই পক্ষের বক্তব্য শুনল তদন্ত কমিটি ন্যায়বিচার চাইলেন বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সঙ্গে আলাপকালে ‘ভুল চিকিৎসায়’ মেয়ে রাফিদা খান রাইফার মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন তার বাবা সাংবাদিক মো. রুবেল খান। রাইফার মৃত্যুর ঘটনায় গতকাল দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে হাই কোর্টের নির্দেশে গঠিত তদন্ত দলের সামনে সাংবাদিক রুবেল তার বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘আমার মেয়ে মেডিকেল মার্ডারের শিকার। আমি মেয়ে হত্যার ন্যায়বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এদিকে রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রুবেল খান বলেন, ‘মামলা তুলে নিতে আমাকে বিভিন্ন চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত কমিটিকে জানিয়েছি। এ ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’ হাই কোর্টের নির্দেশে করা চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল্লাহিল আজম ও সদস্যসচিব চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। গতকাল একই সময় সার্কিট হাউসে উপস্থিত হন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলীসহ অভিযুক্ত চিকিৎসকরা। আহ্বায়ক সাইফুল্লাহিল আজম বলেন, ‘আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের বক্তব্য শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করব। শিগগির তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর