বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পল্লবীতে ১৭৩ বিহারির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

পল্লবীতে বিহারিদের ১৭৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)। মামলা প্রত্যাহার না হলে লাগাতার কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটির নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ হুমকি দেন। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক বহুদিন ধরে পুনর্বাসন ছাড়াই ক্যাম্প উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছেন। প্লট মালিকদের সঙ্গে আঁতাত করে কাউন্সিলর মানিকের নির্দেশনায়, ৩ নম্বর ওয়ার্ড পল্লবী থানা যুবলীগের সভাপতি এমএম বিপ্লব যিনি আমাদের সংগঠনের সদস্য তাকে ও নিরীহ ক্যাম্পবাসীসহ ১৭৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে গায়েবি মামলা দায়ের করেছেন।

কিন্তু যে বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে সেদিন পল্লবীতে বিস্ফোরক মামলা দেওয়ার মতো কিছুই ঘটেনি। তিনি বলেন, মুসলিম ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আতিককে আসামি করা হয়েছে। অথচ মামলা দায়ের হওয়ার ১০ দিন আগে আতিক মারা গেছেন। এ ছাড়াও অন্য ২ আসামি সনু ও রাসেল মামলা হওয়ার আগে থেকেই বিভিন্ন মামলায় কারা ভোগ করছেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাদাকাত খান ফাক্কু বলেন, প্রধানমন্ত্রী উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন। এ নির্দেশনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্যাম্প উচ্ছেদ হওয়ার কথা নয়। তিনি দুই সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে ডিএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও স্বেচ্ছায় কারাবরণের কর্মসূচি দেওয়া হবে বলে জানান। মানববন্ধন শেষে গায়েবি মামলা থেকে উর্দুভাষী সংখ্যালঘুদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করতে যান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর