বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বস্ত্রশিল্প প্রর্দশনী আজ শুরু হচ্ছে বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

আজ রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিউশন-ডিটিজি ২০১৯। বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত প্রদর্শনীটি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করবেন নবনিযুক্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। প্রদর্শনীর আয়োজক বিটিএমএ জানিয়েছে, এবার ৩৭টি দেশের এক হাজার ২০০টি টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রস্তুতকারক কোম্পানি প্রর্দশনীতে অংশ নিচ্ছে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সব দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীটি। এতে প্রবেশে কোনো টিকিটের প্রয়োজন হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর