বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

দুর্নীতি প্রতিরোধে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশ থেকে এখন দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। দুর্নীতি রোধ করা আমাদের সবার কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে। দুর্নীতি রোধ করতে না পারলে আমরা কখনো মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারব না। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। আলোচনায় অংশ নেন  অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত, অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান, অধ্যাপক ড. আ ব ম ফারুক, অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত বলেন, দুর্নীতি দূর করতে পারলে দেশ অবশ্যই জিডিপিতে অনেক এগিয়ে যাবে। দেশের প্রবৃদ্ধি দুই ডিজিটে উন্নীত হবে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্নীতির লাগাম টেনে ধরবেন বলে দেশবাসীর বিশ্বাস।

সর্বশেষ খবর