মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর ভারতে

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন এ কে আবদুল মোমেন। গতকাল তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের আমন্ত্রণ পেয়েই যাচ্ছি। তবে কবে নাগাদ এই সফর হবে, তা স্পষ্ট করেননি তিনি। চলমান রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই সমস্যার সহজ সমাধান নেই। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আরও চিন্তা-ভাবনা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন। কিন্তু তার সে সব প্রস্তাবের প্রতিফলন ঘটেনি মিয়ানমারের সঙ্গে আমাদের আলোচনায়। এই সংকট সমাধানে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর কথা বলেন তিনি।

সর্বশেষ খবর