রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চারশ কোটি মুনাফার লক্ষ্য এনআরবিসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

আগামী এক বছরে চারশ কোটি টাকা মুনাফা করবে এনআরবিসি ব্যাংক। ২০১৮ সালে ২০২ কোটি টাকার মুনাফা করেছে ব্যাংকটি। ২০১৯ সালে ব্যাংকটি খেলাপি ঋণের হার দুই শতাংশ নামিয়ে আনার পরিকল্পণা নিয়েছে। গতকাল ঢাকার সাভারের ব্র্যাক সিডিএমে বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ। ব্যাংকের ৬৮টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক মোহাম্মদ নাজিম প্রমুখ।

সর্বশেষ খবর