সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঢাকা শহর জলাবদ্ধতামুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহর জলাবদ্ধতামুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। গতকাল ঢাকার মিরপুর-উত্তরাকে জলাবদ্ধতামুক্ত রাখার উদ্দেশে নির্মিত পাম্প হাউস পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ নিদের্শনা দেন। তারা বলেন, আসন্ন বর্ষার আগেই ঢাকার মিরপুরের গোড়ানচটবাড়িতে স্থাপিত মিরপুর, ক্যান্টনমেন্ট ও উত্তরা এলাকার বন্যা ও জলাবদ্ধতামুক্ত রাখার জন্য নির্মিত পাম্প হাউসগুলো প্রস্তুত রাখা হবে। পাম্প হাউস নির্মাণের সুবিধা জনগণের কাজে পৌঁছানোর লক্ষ্যে আসন্ন বর্ষার আগে তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তারা বলেন, ঢাকা শহর বন্যা এবং জলাবদ্ধতামুক্ত রাখার লক্ষ্যে সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় সমন্বয় করবে।

সর্বশেষ খবর