বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসডিজি আমরা অর্জন করবই : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ যে অঙ্গীকারে আবদ্ধ, তার বাইরে যাবে না। সব অঙ্গীকার পূরণের চেষ্টা করবে। এসডিজি আমরা অর্জন করবই। যদিও এর জন্য অনেক কষ্ট করতে হবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এসডিজি অর্জনের বিষয়গুলো এমনভাবে সাজাতে চায় যাতে এ অর্জন সহজ হয়।’ গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ স্টাডি ট্রাস্টের আয়োজনে ‘বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান আঞ্চলিক সহযোগিতা সম্ভাবনা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তার ধারাবাহিকতা বজায় রাখার জন্যই দেশবাসী পুনরায় তাঁকে ক্ষমতায় বসিয়েছে। কারণ শেখ হাসিনা চান মানুষের মঙ্গল। মানুষের সেবা করতে, দেশের উন্নয়ন করতে। দেশবাসীর ভালো থাকা, ভালো খাওয়ার সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে। এসব করতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সহজ হবে। ট্যুরিজম খাত নিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশের জিডিপির বহুলাংশ আসে ট্যুরিজম থেকে। অধ্যাপক বালাস ঘোষাল বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা করে দেখা গেছে আঞ্চলিক সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে অপরিহার্য। দেশকে উন্নয়নের জন্য বাইরের বিনিয়োগ খুবই জরুরি। আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক রাষ্ট্রদূত আতিকুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্কের সাবেক পরিচালক এম এ হান্নান।

সর্বশেষ খবর