বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পল্টন ছাত্রলীগ সভাপতি মিরন অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক

পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল মিরনসহ ১৭ জনকে আটক করে পল্টন থানা পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান জানিয়েছেন, পল্টনের আজাদ সেন্টারে বিশ্বাস ট্রেডার্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানে মিরন ও তার সঙ্গীদের সঙ্গে আরেক পক্ষের মারামারি থামাতে গেলে পুলিশের ওপর হামলা হয়। এরপর সেখান থেকে মিরনসহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করে থানায় আনা হয়। তিনি জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে। এতে তিনজন আহত হন। ছাত্রলীগের মিরনসহ কয়েকজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা ও মারধরের ঘটনায় মামলা করা হবে।

মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন জানান, তুহিন নামে একজনের কাছ থেকে পাওনা টাকা আদায় করার জন্য এক ব্যক্তির পক্ষ হয়ে মিরনসহ কয়েকজন আজাদ সেন্টারে গিয়েছিলেন। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ গেলে তাদের ওপর চড়াও হয় মিরনের সঙ্গীরা। তবে তুহিন পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিরনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তার কাছে ‘চাঁদা চাইতে’ এসেছিল। দুই পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হবে। যে দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর