বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শাবিপ্রবি ছাত্র প্রতীকের আত্মহত্যায় প্ররোচক শিক্ষকদের শাস্তি দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও প্ররোচক শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘আমি মনে করি একজন শিক্ষকের সবচাইতে বড় গুণ, সবচাইতে বড় যোগ্যতা তিনি কত ভালো ক্লাস নেন, তা নয়। শিক্ষকের সবচাইতে বড় গুণ হলো তিনি তার শিক্ষার্থীদের কতটা ভালোবাসেন। 

এই মূল্যায়নে শাহজালাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতীকের শিক্ষকরা আমার বিবেচনায় শূন্য নম্বর পেয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম কর্মসূচিতে বলেন, ‘বাজার অর্থনীতির এই যুগে শিক্ষকতাটাকেও আমরা বাজারজাত করে ফেলেছি এবং শিক্ষার্থীদেরও সেদিকেই উৎসাহিত করছি। এর ফলে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রতীকের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা শিক্ষকসুলভ ছিল না। আমাদের যেন এমন আর কোনো প্রতীককে দেখতে না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমরা এ ঘটনার বিচার চাই। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এ ঘটনার সত্যতা উন্মোচন করা হোক।’

উল্লেখ্য, প্রতীক শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম হয়েছিলেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের অভিযোগ, বিভাগের শিক্ষকদের করা অন্যায়ের কারণে সৃষ্ট হতাশা থেকে প্রতীক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

সর্বশেষ খবর