বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অর্থনৈতিক অপরাধ দমনে নতুন আইন করা দরকার : র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, দেশে চুরি, ডাকাতি, খুন ও অপহরণের মতো ট্র্যাডিশনাল অপরাধ কমেছে কিন্তু অর্থনৈতিক ও সাইবার অপরাধ বেড়েছে। এ দুই অপরাধকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। দরকার নতুন আইন। গতকাল র‌্যাব সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী পরিষদের নবনিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। এ সময় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, দফতর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম, ডিআইজি জামিল আহমেদ, র‌্যাবের পরিচালক মুফতি মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর