রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজ গাইবান্ধা-৩ আসনের নির্বাচন

গাইবান্ধা প্রতিনিধি

আজ ২৭ জানুয়ারি গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ নির্বাচন। গতকাল ভোটগ্রহণ কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে আসনটির ১৩২টি ভোট কেন্দ্রে গেছেন। এ উপলক্ষে সাদুল্যাপুর ও পলাশবাড়ী দুই উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটের লড়াইয়ের মাঠে রয়েছেন পাঁচ প্রার্থী। তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে ইসি নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা দেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সাদুল্যাপুরের ১১টি ও পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৩ আসন। মোট ভোট কেন্দ্র ১৩২টি। সব প্রস্তুতি সম্পন্ন শেষে ভোটগ্রহণের জন্য নিয়োগকৃত ১৩২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১৫৭২ জন পোলিং কর্মকর্তা এখন ভোট কেন্দ্রে অবস্থান করছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।

সর্বশেষ খবর