রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাঞ্ছারামপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই

----- এবি তাজুল ইসলাম এমপি

নিজস্ব প্রতিবেদক

ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, বাঞ্ছারামপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই। প্রয়োজনে র‌্যাবের একটি ক্যাম্প করা হবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে সামাজিক যোগাযোগ বন্ধ করতে হবে। বাঞ্ছারামপুরকে শিক্ষানগরীতে পরিণত করতে চাই। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উচ্চশিক্ষা বৃত্তি প্রদানের জন্য বাঞ্ছারামপুর কল্যাণ সমিতিকে দশ লাখ টাকার চেক প্রদান করেন তিনি। এ ছাড়াও পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমিতির পক্ষ থেকে ১২ হাজার করে মোট ৬০ হাজার টাকার চেক প্রদান করেন তিনি। সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাবেক এমপি শহীদুর রহমান, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সমিতির সহ-সভাপতি এম এ মোহিত, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, ইঞ্জিনিয়ার আজাহারুল হক, সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

তাজুল ইসলাম বলেন, বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির আয়-ব্যয়ের স্বচ্ছতা থাকতে হবে। সমিতিকে রাজনীতিমুক্ত রেখে আমরা বাঞ্ছারামপুরবাসী একে অন্যের জন্য কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রাণের সংগঠন বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উন্নয়ন করতে চাই। গঠনতন্ত্র অনুযায়ী এই সমিতির কর্মকা  পরিচালনার পরামর্শ  দেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের উন্নয়নে কাজ করতে চাই। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। বাঞ্ছারামপুরে আমরা একটি বিশ^বিদ্যালয়সহ রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করতে চাই।

সর্বশেষ খবর