রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নর্দান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এনইউবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করীম, ট্রেজারার অধ্যাপক ড. মোশাররফ এম হোসাইন। বক্তব্যে ড. মসিউর রহমান বলেন, এ দেশ সৃষ্টির রাজনৈতিক প্রক্রিয়ায় নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধুকে জানতে হবে আমাদের। তিনিই এ জাতিকে মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। যারা বঙ্গবন্ধুকে জানতে চান, গবেষণা করতে চান এ গবেষণা কেন্দ্র তাদের সহায়তা করবে।

 তিনি বলেন, দেশে শিক্ষার মান আরও বাড়াতে হবে। সব শিক্ষককে এজন্য নিষ্ঠাবান হতে হবে।

সর্বশেষ খবর