সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে এইচএসসি ২০১৮ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। মানববন্ধনে তারা বলে, প্রায় আট  লাখ ৫৮ হাজার শিক্ষার্থী ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় পাস করেছে। মেডিকেল, ডেন্টালসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৪৬ হাজার, যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক কম। ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতির সময় পাওয়া যায় তিন মাস। এ সময়ে কারও শারীরিক বা পারিবারিক কোনো বিপর্যয় দেখা দিলে, তার জীবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়। ১২ বছরের অর্জিত শিক্ষার মান মাত্র এক ঘণ্টায় নির্ধারণ করা হয়, যার মাধ্যমে একজন প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে যাচাই করা সম্ভব নয়। মানববন্ধনে এইচএসসি ২০১৮ সালের পাস করা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মুন্সী আবদুর রউফ কলেজের সাখাওয়াত উল্লাহ তানভীর, ঢাকা কলেজের অর্ণব চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শাওন আহমেদ শুভ্র, নেত্রকোনা সরকারি কলেজের কাওছার আহমেদ শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর