সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জিআই পণ্যের নিবন্ধন পেল খিরসাপাত আম

প্রতিদিন ডেস্ক

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পেল ‘চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এই সনদ প্রদান করেন। উল্লেখ্য, ভৌগোলিক নির্দেশক পণ্য বা সংক্ষেপে জিআই হচ্ছে মেধা সম্পদের অন্যতম শাখা। কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া, জলবায়ু এবং ওই দেশের জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি অনন্য গুণমানসম্পন্ন পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে ওই দেশের জিআই হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

 একই গুণমানসম্পন্ন সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়।

সর্বশেষ খবর