মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্বাস্থ্য অধিদফতরে নিয়োগ প্রত্যাশীদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

নিয়োগের দাবিতে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ করেছেন দেড় শতাধিক নিয়োগপ্রত্যাশী। তাদের অভিযোগ, আদালত ও মন্ত্রণালয়ের নির্দেশের পরও তাদের নিয়োগপত্র দিচ্ছে না স্বাস্থ্য অধিদফতর। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে ৯১১ জনকে নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেন তারা। পরে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। এ সময় বিক্ষুব্ধরা জানান, ২০১২-১৩ সালে ময়মনসিংহ, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, বরিশালসহ নয় জেলার সিভিল সার্জনের দফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর