মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরিমাপে কারচুপির অভিযোগে মামলা সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

পরিমাপে কারচুপির অভিযোগে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল রাজধানীর মধ্যবাড্ডা, উত্তর বাড্ডা, নর্দা বাজার ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইর সহকারী পরিচালক রেজাউল করিম। সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যবাড্ডার মেসার্স ঢাকা জুয়েলার্স ও নিউ সিঙ্গাপুর জুয়েলার্সের পরিমাপক যন্ত্রের সার্টিফিকেট না থাকা এবং ক্যাশ মেমোতে ভরি ও আনা উল্লেখ থাকায় মামলা করা হয়। ক্যাশ মেমোতে ইঞ্চি উল্লেখ করায় একই এলাকার মেসার্স ফিউচার অ্যান্ড ফেব্রিক্সের বিরুদ্ধেও মামলা করেছে। বিএসটিআইর ভেরিফিকেশন সার্টিফিকেট না থাকায় উত্তর বাড্ডার মেসার্স জননী ট্রেডার্স ও মেসার্স এইচ কে ট্রেডিং করপোরেশনের নামেও মামলা হয়। বন রুটির প্যাকেটে ওজন কম ও ব্রেডের প্যাকেটে ওজন ও মূল্য না থাকায় মেসার্স মধুবন সুইটসের বিরুদ্ধে মামলা করা হয়। একই অভিযোগে মামলা হয় বারিধারা নর্দার মেসার্স বিক্রমপুর মিষ্টিমুখের বিরুদ্ধেও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর