শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এবার বড় দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

এবার বড় দরপতন হয়েছে শেয়ারবাজার লেনদেনে। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। ডিএসইতেই এক দিনে কমেছে ৬৩ পয়েন্ট। একই সঙ্গে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিনের থেকে কমেছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে ৫৮২১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩১০ ও ২০০৭। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবসের থেকে কমেছে। ডিএসইতে ৯৯২ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে; যা আগের দিনের থেকে ৩২ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯ কোটি টাকা। এদিকে ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দও বেড়েছে ৮৪টির বা ২৪ শতাংশের, কমেছে ২৩৬টির বা ৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৯৭ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং ২৭ কোটি ৯৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে মুন্নু সিরামিক। টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, এশিয়া ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, ইনটেক ও খুলনা পাওয়ার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৮৯০ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর ৩৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইফনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর