শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুদকের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপে রাজধানীর কদমতলীতে রাজউক অনুমোদিত নকশাবহির্ভূত ৪টি ভবনের বেআইনি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুদকের অভিযোগ কেন্দ্রে আসা এ সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম গত ২৪ জানুয়ারি সরেজমিন অভিযান পরিচালনা করে। এ সময় দেখা যায়, রাজউকের নকশায় ১৩৯৭ বর্গফুটের অনুমোদন থাকলেও ২৫৪৩ বর্গফুট জায়গা নিয়ে তরিকুল ইসলাম কর্তৃক একটি ভবন নির্মাণকাজ চলছিল। দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান ও মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম গতকাল ওই ভবন উচ্ছেদে অভিযান চালায়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতারের উপস্থিতিতে ওই ভবনের অননুমোদিত অংশ উচ্ছেদ করা হয়।

এ ছাড়াও পার্শ্ববর্তী তিনটি নকশাবহির্ভূত ভবনের বাড়তি অংশ উচ্ছেদ করে সমন্বিত টিম। এ অভিযান পরিচালনা প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ভবন নির্মাণে আইন ভঙ্গের কারণ রাজউকের অবহেলা ও দুর্নীতি। কিন্তু দুদকের চোখ এড়িয়ে এখন অবৈধ নির্মাণ করা যাবে না। উচ্ছেদের পাশাপাশি রাজউক আইনে জরিমানাও করা হবে।

সর্বশেষ খবর