শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিজার্ভ চুরির মামলা যে কোনো সময়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধারে নিউইয়র্ক কোর্টে যে কোনো সময় মামলা ফাইল করা হবে। গতকাল এ মামলা হওয়ার কথা থাকলেও তা হয়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমতিপত্র অনলাইনে ইতিমধ্যে পাঠানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীর জানান, অর্থ উদ্ধারের জন্য মামলা করার সবকিছু চূড়ান্ত। আইনজীবীসহ চার প্রতিনিধি নিউইয়র্কে রয়েছেন। আগামী সপ্তাহে আরও একটি মামলা করা হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে।

 এর মাধ্যমে রিজার্ভের অর্থ ফেরত পাওয়া যাবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্যাংকের জরুরি বোর্ড সভায় মামলা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট ফর সাউদার্ন ডিস্ট্রিক অব নিউইয়র্কে এই মামলা করা হচ্ছে। মামলায় রিজার্ভ চুরির ঘটনায় জড়িত যারা তাদের আসামি করা হবে। গভর্নর জানিয়েছেন, ঘটনার শুরু থেকে নিউইয়র্কের ফেডারেল ব্যাংক আমাদের সহযোগিতা করছে। অর্থ আদায় করা পর্যন্ত সব ধরনের সহযোগিতা তারা দেবেন।

সর্বশেষ খবর