শিরোনাম
শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শাহজালালে লাগেজ ভেঙে নৃত্যশিল্পীর মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক নৃত্যশিল্পীর লাগেজ ভেঙে মূল্যবান মালামাল চুরি হয়েছে। তার নাম হেনা হোসাইন। গতকাল সন্ধ্যায় তিনি ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-০০৮৯) ঢাকায় আসেন। লাগেজ কাটা চক্র তার ব্যাংকক থেকে কেনা মূল্যবান আইপ্যাড ও মেকআপ বক্সসহ গুরুত্বপূর্ণ কিছু মালামাল নিয়ে গেছে। হেনা হোসাইন জানান, সব কিছুই ঠিক ছিল। ২২ জানুয়ারি থাইল্যান্ড ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যালে অংশ নিতে আমরা ১৮ সদস্যের একটি নৃত্যশিল্পীর দল ব্যাংককে যাই। গতকাল ফ্লাইটে আমরা ১৩ জন দেশে ফিরে আসি। সেখান থেকে সবাই কমবেশি কেনাকাটা করি। ফিরতি ফ্লাইটে একটি নতুন লাগেজে ব্যাংকক থেকে কেনা দামি আইপ্যাডসহ বেশ কিছু মালামাল ছিল। ঢাকায় নেমে ইমিগ্রেশন পর্ব শেষে কনভেয়র বেল্টে এসে আমার লাগেজটি দেখে হতবাক হয়ে যাই। নাম্বার লক ও ম্যানুয়াল লক দুটি ভাঙা দেখে বিমানের লোকদের দেখাই। খুলে দেখা গেল আইপ্যাড, মেকআপ বক্সসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট হয়েছে। অভিযোগ শুনে বিমানের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার লোকজন এসে আমাকে একটি ফরম পূরণ করতে বলেন।

সর্বশেষ খবর