রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ বরাবর বাংলাদেশ সীমান্ত সিল : রাজনাথ

কলকাতা প্রতিনিধি

ভারত পশ্চিমবঙ্গসহ আসাম বরাবর বাংলাদেশ সীমান্ত নতুন প্রযুক্তিতে সিল করতে চায় বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি গতকাল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারা জেলার ফালাকাটায় এক নির্বাচনী জনসভায় বলেন, এসব সীমান্ত দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে। রাজনাথ বলেন, ‘আমরা (ভারত সরকার) এখন সিদ্ধান্ত নিয়েছি, প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে ব্যাপক সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সিল করব। এ প্রক্রিয়া শুরু হলে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, চোরাচালান রোধের পাশাপাশি দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।’

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমালোচনা করে রাজনাথ বলেন, ‘সীমান্তে বেড়া দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার বার পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জমি পাওয়া যায়নি। রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পরিসংখ্যান অনুযায়ী, এ রাজ্যে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে। তৃণমূলের শাসনকালে মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়। এ রাজ্যে শতাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। এ রাজ্যে রাজনৈতিক সহিংসতা এখনই বন্ধ হওয়া উচিত।’ এ ছাড়া কোচবিহার জেলার মাথাভাঙায় অন্য আরেক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘তৃণমূল সরকার এ রাজ্যের গণতন্ত্র ধ্বংস করছে, রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে। একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নারীরা সুরক্ষিত নয়। আমার সন্দেহ হয়, রাজ্যের পুলিশ থানাগুলোও সুরক্ষিত আছে কিনা।’

সর্বশেষ খবর