সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারের শরণার্থী অনুপ্রবেশের চেষ্টায় রুমা সীমান্তে সতর্কতা

বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রুমা উপজেলার ৭২ নম্বর সীমান্ত পিলার এলাকায় সতর্কতা জারি করেছে নিরাপত্তা বাহিনী। বাংলাদেশের খুব কাছাকাছি মিয়ানমার অভ্যন্তরে প্রায় দুইশ খুমি, খেয়াং, বম শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করায় বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপেক্ষমাণ শরণার্থীরা বর্তমানে রুমা উপজেলার রোমাক্রী পাংসা ইউনিয়নের চাইক্ষং সীমান্তের ওপারে তিদং এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন সেখানকার ইউপি চেয়ারম্যান জিরা বম। জানা গেছে, কিছু দিন ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি (এএ) এর সঙ্গে সেদেশের সেনাবাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েক দিন ধরে নিরাপদ আশ্রয়ের খোঁজে মিয়ানমারের নাগরিকরা রুমা সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। এদিকে এ ঘটনার শুরু থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করেছে। বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শরণার্থীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সে জন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তের সম্ভাব্য স্থানগুলোতে টহল দল পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর