শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চ্যানেল আই প্রকৃতি মেলা কাল

নিজস্ব প্রতিবেদক

চ্যানেল আই প্রকৃতি মেলা কাল শনিবার অনুষ্ঠিত হবে। রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অষ্টমবারের মতো এর আয়োজন করবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। নানা অনুষঙ্গের মাধ্যমে প্রকৃতিবিষয়ক সচেতনতা সৃষ্টিই এ মেলার লক্ষ্য। গতকাল মেলা উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নূর ইকো-ব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান সিরাজ ও পারটেক্স স্টার গ্রুপের জিএম (মার্কেটিং) তারেক আজিজ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এবারের প্রকৃতি মেলায় প্লাস্টিকের ওপর গুরুত্ব থাকবে। প্রকৃতি নিয়ে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মূকাভিনয়, গম্ভীরা, জারিগান ইত্যাদির আয়োজন থাকবে মেলায়। থাকবে অভিনব ক্যারেক্টার শো। প্রকৃতি নিয়ে গ্রামীণ ঐতিহ্যের গানে চলবে প্রকৃতিবন্দনা। ফলদ, বনজ ও ঔষধি গাছে মেলাপ্রাঙ্গণ হয়ে উঠবে একখ  বাগান। সংবাদ সম্মেলন শেষে প্রকৃতিবিষয়ক সচেতনতা সৃষ্টিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রকৃতি, পরিবেশ বাঁচাতে সচেতনতা সৃষ্টিতে ২০১২ সাল থেকে প্রতি বছর এ মেলার আয়োজন করা হচ্ছে।

সর্বশেষ খবর