শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের নিয়ে চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-২ এর এজ (Edge) গ্যালারিতে রোহিঙ্গাদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকায় অবস্থিত জর্জিয়া কনস্যুলেটের অনারারি কনসাল রিয়াদ মাহমুদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে রিয়াদ মাহমুদ জানান, ‘রোহিঙ্গা.কক্সবাজার.১৫.০৪.১৮-১৯.০৪.১৮’ নামের এ চিত্র প্রদর্শনীতে মূলত স্বদেশ থেকে বিতাড়িত রোহিঙ্গাদের শরণার্থী জীবন, তাদের দুঃখ-দুর্দশার চিত্রই তুলে ধরা হবে। ছবিগুলো তুলেছেন ফ্রান্সের ফটোগ্রাফার এন্থনি ডি আগাতা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য খোলা থাকবে।

সর্বশেষ খবর