শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৬ ফেব্রুয়ারি ‘আওয়ামী লীগের কেন্দ্রে অভিযোগের পাহাড়’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন মো. ইশারত আলী। লিখিত প্রতিবাদে তিনি দাবি করেছেন, ২০০৯ সালে উপজেলা নির্বাচনে তৃণমূল ভোটে দলীয় প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হন। কিন্তু পাবনা জেলা আওয়ামী লীগ তাকে প্রার্থী করেনি। সে সময় তৃণমূলের সমর্থন নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি বিএনপি-জামায়াতের প্রার্থী ছিলেন না। ১/১১ সময়ে তাকে বহিষ্কার করা হয়নি বরং তিনি ১৯৯৬-২০১২ সাল পর্যন্ত চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এখনো উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় কার্যক্রম ও জনপ্রিয়তা থাকায় জেলা সভাপতি দলীয় মনোনয়ন তালিকায় এক নম্বরে রেখেছেন।

এদিকে আরেক অংশের প্রতিবাদ পাঠিয়েছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াহেদ। তিনি দাবি করেছেন, ১ ফেব্রুয়ারি বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতেই মুহাম্মদ মাইনুল হককে একক প্রার্থী করা হয়েছে।

সর্বশেষ খবর