শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অন্ধকার ঘরে আড়াই বছর মেয়েটি

দিনাজপুর প্রতিনিধি

অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে আড়াই বছরের বেশি সময় ধরে আটকে রাখায় স্নাতকপড়ুয়া মেয়েটির হাত-পায়ের আঙুল কুঁকড়ে গেছে। জীর্ণশীর্ণ ফ্যাকাসে শরীর ধুঁকছে রক্তশূন্যতায়, বাসা বেঁধেছে চর্মরোগ। এত সব সমস্যা নিয়ে মেয়েটি মরতে বসেছিলেন। শেষ পর্যন্ত গত বুধবার তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ২২ বছরের এ তরুণীকে তার মা-বাবাই অন্ধকার ঘরে এত দিন আটকে রেখেছিলেন। প্রতিবেশীরা বলছে, বিরোধ আছে- এলাকার এমন এক পরিবারের ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক হয়েছে, এই সন্দেহে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল।

সর্বশেষ খবর