শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিপিএলের টিকিট না পেয়ে মিরপুরে রাস্তা অবরোধ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফাইনাল ম্যাচের টিকিট না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ক্রিকেটপ্রেমীরা। এ সময় তারা টিকিট চাই, টিকিট চাই, বিসিবি ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দেয়। বিসিবির স্টিকার সংবলিত একটি গাড়ি পেয়ে সেটিকে ঘিরে ধরেও বিক্ষোভ করে। গতকাল বিপিএলের ফাইনালে মহারণকে ঘিরে এ ঘটনা। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে পুলিশ ক্রিকেটপ্রেমীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিপিএলের টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। সকাল থেকে নারী-পুরুষ টিকিট প্রত্যাশীদের লাইন দীর্ঘ হতে থাকে। কিন্তু টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা অনিয়মের আশ্রয় নেন বলে অভিযোগ ওঠে। এতে লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা স্টেডিয়ামের সামনের সড়ক অবরোধ করেন। তারা টিকিটের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্রিকেটপ্রেমী সোহেল ও জাহিদ জানায়, তারা দুজনের একজন রায়েরবাগ এবং আরেকজন মগবাজার থেকে টিকিট কিনতে মিরপুর স্টেডিয়ামে আসেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পানটি। তাদের মতো অনেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। বিপিএল ফাইনালে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলে আছেন দেশসেরা দুই ক্রিকেটার। ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান এবং কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল। ফলে গতকালের ফাইনাল ম্যাচটি কেউ মিস করতে চায়নি।

সর্বশেষ খবর