শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খাশোগি হত্যার ‘প্রমাণ পেয়েছে’ জাতিসংঘ

প্রতিদিন ডেস্ক

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি। এতে দেখা গেছে, সৌদি আরবের কর্মকর্তারাই পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছেন। সূত্র ; রয়টার্স। জাতিসংঘের তদন্ত দল জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওই হত্যাকা-ের পর তুরস্কের তদন্তের উদ্যোগ বাধাগ্রস্ত করার সব ধরনের চেষ্টাই সৌদি আরব করেছে। উল্লেখ্য, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল খাশোগি হত্যার তদন্তে ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করে। জেনিভায় ফিরে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্যালামার বলেন, ‘তদন্তের সময় যেসব তথ্যপ্রমাণ আমরা পেয়েছি, তাতে এটা স্পষ্ট যে, জামাল খাশোগি একটি নিষ্ঠুর এবং পরিকল্পিত হত্যাকা-ের শিকার। সৌদি কর্মকর্তারাই ওই ছক সাজিয়ে তার বাস্তবায়ন করেছেন।’ তিনি তার প্রতিবেদনে বলেছেন, খাশোগিকে জোর করে সৌদি আরবে ধরে নিয়ে যাওয়া সৌদি কর্মকর্তাদের উদ্দেশ্য ছিল কি না, আর তাতে ব্যর্থ হয়ে ঘটনাচক্রে তাকে কনস্যুলেটের ভিতরে হত্যা করা হয় কি না- সে বিষয়টি তাদের তদন্তে স্পষ্ট হয়নি। তবে সৌদি আরব যে তুরস্কের তদন্তকারীদের কাজে নানাভাবে বাধা দিয়েছে, তাদের কনস্যুলেটের ভিতরে প্রবেশ বিলম্বিত করেছে, তার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কনস্যুলেটে ঢুকে তুরস্কের তদন্ত করার এখতিয়ার আছে কি না- সে প্রশ্ন তুলে সৌদি আরব তদন্তকারীদের ঘটনাস্থল পরিদর্শন বিলম্বিত করেছে ১৩ দিন। তার মধ্যে সব আলামত পরিষ্কার করে ফেলার চেষ্টা হয়েছে। ফলে তুরস্কের ফরেনসিক বিশেষজ্ঞদের অকাট্য প্রমাণ সংগ্রের বিষয়টি অনেকখানি কঠিন হয়ে গেছে। এদিকে জাতিসংঘের তদন্ত দলের এ প্রতিবেদনের বিষয়ে সৌদি আরব বা তুরস্ক সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ খবর