রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে নারী উদ্যোক্তা পণ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার, প্রসার এবং তাদের সফলতাকে স্বীকৃতি দিতে রাজধানীতে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলা শুরু হয়েছে। গতকাল মেলার দ্বিতীয় দিনে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। ঋতুরাজ বসন্তকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। এখানে দর্শক ও ক্রেতারা বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যাচ্ছে।

এ ধরনের মেলার আয়োজন প্রসঙ্গে উইমেন এন্টারপ্রিনার্স বাংলাদেশ-ইউবিডির চেয়ারপারসন শারমিন আকতার সাজ বলেন, দেশের মূলধারার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন নারী উদ্যোক্তারা। নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার-প্রসার ঘটাতে ইউবিডি শুরু থেকেই নিরলসভাবে কাজ করে চলেছে।

সর্বশেষ খবর