রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পেনশন চালুর দাবি নির্মাণশ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সারা দেশের সব নির্মাণশ্রমিকের জন্য অবিলম্বে পেনশন স্কিম চালু করার দাবি জানিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ইনসাব সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা মো. হারুন অর রশিদ, আজিজুর রহমান আজিজ, সাইফুল ইসলাম খোকন, আলী হোসেন, গোলাম রাব্বানী। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ৪০ লক্ষাধিক নির্মাণশ্রমিক দেশের প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো বিশেষ করে বিশাল বিশাল অট্টালিকা, ঘরবাড়ি, রাস্তাঘাট, পুল-কালভার্টসহ সব স্থাপত্যের মূল কারিগর। জাতীয় প্রবৃদ্ধি অর্জনেও তাদের অবদান অনেক। কিন্তু তারা ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করেন।

এতে হামেশাই দুর্ঘটনায় নিহত-আহত হয়ে অঙ্গহানি ও পঙ্গুত্ববরণ করা ছাড়াও ক্যান্সার, কিডনি, ফুসফুস, শ্বাসকষ্টসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হন।

সর্বশেষ খবর