abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
নদী দখলকারীদের কঠোর হস্তে দমন করতে হবে : বিচারপতি মানিক নদী দখলকারীদের কঠোর হস্তে দমন করতে হবে : বিচারপতি মানিক

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, নদী দখলকারীরা শক্তিশালী। তাদের কঠোর হস্তে দমন করতে হবে। তিনি বলেন, সম্প্রতি উচ্ছেদ অভিযানে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের যে কেউ হোক, দখলের ব্যাপারে কেউ ছাড় পাবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘নদীর অবৈধ দখল উচ্ছেদের বর্তমান-ভবিষ্যৎ : আমাদের মতামত’ শীর্ষক সভাটির আয়োজন করে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বিচারপতি মানিক আরও বলেন, উচ্ছেদ অভিযানের আগে নিশ্চিত করতে হবে যে নদী বা খাল দখল করেছে। অনেকে দখলের অভিযোগ দিচ্ছে অথচ সে জায়গা পৈতৃক সম্পত্তি। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এমপি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ…

সর্বশেষ খবর