শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরকার শিক্ষা নেয়নি নিমতলী থেকে : বুলু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সরকার নিমতলী ট্র্যাজেডি থেকে শিক্ষা নেয়নি বলেই আজ চকবাজারে মৃত্যুপুরীর ঘটনা ঘটেছে। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সর্বক্ষেত্রেই সরকারের অবহেলা-অব্যবস্থাপনা বিরাজ করছে। একটি সরকারের  নৈতিক ভিত্তি না থাকলে জনগণের কাছে তাদের জবাবদিহিতাও থাকে না। এভাবে একটি দেশ চলতে পারে না। গতকাল বিকালে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক আলী বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জহিরুল ইসলাম বাবু, ওবায়দুল হক চন্দন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা।

 সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, একাদশ জাতীয় নির্বাচনে আগের রাতেই ভোট ডাকাতি হয়েছে। ২৯ ডিসেম্বর রাতেই সিল মারা হয়ে যায়। এ নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন আমাদের উচিত, গণতন্ত্রের নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন। তাকে মুক্ত করেই নতুন নির্বাচনের একদফা দাবি এ সরকারের কাছ থেকে আদায় করতে হবে।

 

সর্বশেষ খবর