সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ঠাকুরগাঁওয়ে হতাহত

ছয় বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও বহরমপুরে নিহত গ্রামবাসীর পরিবারের পক্ষে বিজিবির বিরুদ্ধে জমা দেওয়া মামলা গ্রহণ করে আগামী ৬ মার্চ আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। গতকাল সকালে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোট হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান তা গ্রহণ করে এ আদেশ দেন।  আইনজীবীর তথ্য মতে, নিহত নবাব এর বাবা নজরুল ইসলাম, সাদেক এর ভাই মো. বাসেদ ও শিশু জয়নালের পিতা নুর ইসলাম পৃথক পৃথক তিনটি মামলা করেন। মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ ৬ বিজিবি সদস্যের নাম উল্লেখ করে অনেককে অজ্ঞাত করে মামলা গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়। মামলার বাদীরা বলেন, বুধবার মামলার কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়। আমরা আশা করেছিলাম আজ মামলটি হবে। কিন্তু মামলার কাগজপত্র দেখে বিচারক আদেশের জন্য তারিখ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম জানান, নিহত পরিবারের পক্ষ থেকে বিজিবি সদস্যের নাম উল্লেখ্যসহ আরও ৫০-১০০ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা আদালতে দেওয়া হয়েছে। পূর্বের বাদী পক্ষের আইনজীবী মামলা চালাতে অপারগতা প্রকাশ করায় পরিচালনার দায়িত্ব নিয়েছি। আশা করছি আগামী তারিখে আদালত ভালো একটি আদেশ দেবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও হরিপুরের বহরমপুর গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলি চালায় বিজিবির সদস্যরা ।

সর্বশেষ খবর