মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিভিল এভিয়েশনের নিরাপত্তা সদস্যদের প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)-এর নবনিযুক্ত এভিয়েশন সিকিউরিটি (অ্যাভসেক) সদস্যদের জেনারেল সার্ভিস ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর জানায়, বিমানবাহিনী সদর দফতর, প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক এয়ার কমডোর এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান বিশে^ এভিয়েশন সিকিউরিটির ভূমিকা এবং এর গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও তিনি বেবিচকের চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়ে বলেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় এ ৬২ জন প্রশিক্ষণার্থীকে একসঙ্গে বিমানবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো বিমানবাহিনীর ব্যবস্থাপনায় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের রেগুলেশন অনুযায়ী ১০ জন মহিলা সদস্যসহ মাট ৬২ জন সদস্যকে বিমানবাহিনীর রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) এক মাসব্যাপী এ কোর্স করানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর