মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ষড়যন্ত্রকারীরা থামবে না : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ১৯৬৯ সালে তৎকালীন রেসকোর্স ময়দান ও বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার সময়কার স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর মনের মধ্যে সব সময় স্বাধীনতা ছিল। এটা তিনি কোনো দিন ভোলেননি। তখন ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানেও ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করার তারা করছে। তারা থামবে না।

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু উপাধির ৫০ বছর উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন প্রতিপক্ষের এটি ভালো লাগছে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বঙ্গবন্ধুর চেতনায় একটি আধুনিক, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বঙ্গবন্ধু আমাকে দেশপ্রেম শিখিয়েছিলেন পরোক্ষভাবে। এইচ টি ইমাম সভায় সভাপতিত্ব কনে। এ সময় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর