মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিমান ছিনতাই প্রমাণ করে পরিস্থিতি নাজুক

-ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিমান ছিনতাইয়ের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক।

গতকাল পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দেশের সামগ্রিক অবস্থা অত্যন্ত খারাপ। বিভিন্ন ঘটনায় সরকারের ব্যর্থতা ক্রমেই ফুটে উঠছে। সরকারের ব্যর্থতায়ই ১০ বছর আগে পিলখানার হত্যাকান্ড সংঘটিত হয়েছিল।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা এটিএম  হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আশরাফুল আলম,  কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ¦ আব্দুর রহমান প্রমুখ।  বক্তারা চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে বড় অঙ্কের আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসা খরচ ও ভবিষ্যৎ উপার্জনের ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর