বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে ‘বাড়ি দখলের চেষ্টায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাইয়ান রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. মাশুক রেজা। সংবাদটি অসত্য ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ লিপিতে তিনি বলেন, এ সংবাদ প্রকাশে আমার এবং আমার কোম্পানির সুনাম ক্ষুণœ হয়েছে। তিনি বলেন, তার কোম্পানি জমির মালিক শওকতের সঙ্গে ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণের জন্য আমমোক্তারনামা বলে ৪টি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী প্ল্যান পাস করে নয় মাসে ছয়টি ছাদের কাজ সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে জমির মালিকের জামাই এনামুল হক এনাম কোম্পানির কাছে চাঁদা দাবি করেন। কোম্পানি তাকে ১ লাখ ৬৪ হাজার টাকা প্রদানও করে। একপর্যায়ে কোম্পানি তাকে আর কোনো টাকা দেবে না জানালে তিনি নিজেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ভাই পরিচয় দিয়ে কোম্পানির লোকজনের ওপর হামলা ও ভবন নির্মাণ এলাকায় লুটপাট চালান।

প্রতিবাদ লিপিতে মাশুক রেজা আরও বলেন, এসব ঘটনায় ভাষানটেক থানায় সাধারণ ডায়েরি করা হলে এনাম আরও ক্ষিপ্ত হয়ে আমার কোম্পানির সাইট ম্যানেজার সবুজকে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ফেলে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় মামলা করা হলে ওই দিনই এনামসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এনাম হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও মামলা রয়েছে।

সর্বশেষ খবর